New Update
/anm-bengali/media/media_files/2025/08/14/whatsapp-image-2025-08-14-2025-08-14-14-25-48.jpeg)
নিজস্ব প্রতিনিধি, বারাসাত: বারাসাত থানার অন্তর্গত মধু মুরারি এলাকার বাসিন্দা রঞ্জন দাস করলেন বড় অভিযোগ। তিনি জানান যে আজ দোকান খোলার সময় দোকানের সামনে থেকে তার সাইকেলে রাখা ব্যাগ থেকে প্রায় ৪ লক্ষ টাকা ও কিছু সোনার গয়না চুরি যায়। তৎক্ষণাৎ বারাসাত থানায় তিনি গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তৎপরতার সাথে বারাসাত থানা তদন্তে নেমে অশোকনগরের এক লোকের এই ঘটনায় জড়িত থাকার খবর পায়। বারাসাত থানার একটি দল অশোকনগরে যায় ও অশোকনগর থানার সহযোগিতায় তারা অভিযুক্তকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় ৩ লক্ষ ৬৫ হাজার ৬০০ টাকা ও উধাও হওয়া সোনার গয়না। বারাসাত থানার তৎপরতায় ওই ব্যক্তির চুরি যাওয়া টাকা ও সোনার গয়না উদ্ধারের ঘটনায় তিনি খুশি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/14/whatsapp-image-2025-08-14-2025-08-14-14-26-07.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us