ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রচুর নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার

কোথা থেকে মিলল এই কাশির সিরাপ?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-11-24 174414

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: ফের বড়সড় সাফল্য নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের। কৃষ্ণনগর পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হাসখালি বর্ডারে বিশেষ অভিযান চালিয়ে ১০৩৯ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় একটি অটো, একটি বাজাজ পালসার বাইক ও একটি স্কুটি আটক করা হয়েছে। এই তিনটে গাড়িতে মোট ৯টি ব্যাগ ছিল যার মধ্যে থেকে এই ১০৩৯ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে একজন মহিলা। ঘটনায় এমডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল, কৃষ্ণগঞ্জ থানার আইসি সহ একাধিক পুলিশ আধিকারিকরা।

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারের ঘটনা কৃষ্ণনগর পুলিশেলার বড় সাফল্য বলে মনে করছে পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, ধৃতরা বেশিরভাগই কৃষ্ণগঞ্জ থানার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ।

Screenshot 2025-11-24 174336