বাংলাদেশের নাগরিক ছিলেন? ভোটার লিস্টে নাম তুলতে ‘বাবা সাজানোর’ অভিযোগ খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে

কাকদ্বীপে তৃণমূল নেতা সঞ্চয় দাসের বিরুদ্ধে ভোটার তালিকায় জাল পরিচয় ব্যবহার করার অভিযোগ। প্রতিবেশীর নামকে বাবার নাম দেখানো নিয়ে উত্তেজনা। অভিযোগ জমা পড়ল প্রশাসনে।

author-image
Tamalika Chakraborty
New Update
SIR

নিজস্ব সংবাদদাতা: কাকদ্বীপে ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগে তোলপাড় দক্ষিণ ২৪ পরগনা। স্থানীয় বাসুদেব দাসের দাবি, তাঁর নামকে ‘বাবা’ হিসেবে দেখিয়েই ভোটার তালিকায় নিজের নাম তুলেছেন তৃণমূল নেতা এবং জেলা পরিষদের সদস্য সঞ্চয় দাস। অভিযোগ অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকাতেই এই নাম নথিভুক্ত করা হয়েছে।

বাসুদেব দাসের বক্তব্য, SIR চলাকালীন নথিপত্র যাচাইয়ের সময় তিনি এই বিষয়টি জানতে পারেন। তাঁর দাবি, সঞ্চয় দাস নাকি একসময় বাংলাদেশের নাগরিক ছিলেন এবং এই দেশে এসে ভোটার লিস্টে নাম তুলতে তাঁর (বাসুদেবের) নামকে জালিয়াতি করে বাবার নাম হিসেবে ব্যবহার করেছেন।

sir voter list

অভিযোগের পাল্টা জবাবে সঞ্চয় দাস বলেছেন, তাঁর বাবার নামও বাসুদেব দাস, তাই অভিযোগ ভিত্তিহীন। তবে বিস্ফোরক অভিযোগের জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগকারী ইতিমধ্যেই কাকদ্বীপ মহকুমাশাসকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন। তদন্তে নেমেছে প্রশাসন।