বাংলার আবাস যোজনায় ফের জালিয়াতি, যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি করণদিঘিতে

ঘটনায় মোট চারজন আহত হয়েছে বলে খবর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
gljiknm

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রকৃত বাড়ির পরিবর্তে অন্য একটি বাড়ি দেখানোর প্রতিবাদ করায় দোকানে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠলো এবার৷ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ২ গ্রাম পঞ্চায়েতের কামারতোর এলাকার ঘটনা। ঘটনায় মোট চারজন আহত হয়েছে বলে খবর।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ রেজাউল রহমান ওরফে রাজার কথায়, করণদিঘি ব্লক অফিসের দু'জন আধিকারিক বাংলা আবাস যোজনার তথ্য সংগ্রহ করতে যান গতকাল। স্থানীয় বিবি আসমার বাড়ি তাঁরা পরিদর্শনে গেলে ওই এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ মুজিবুর প্রকৃত উপভোক্তার বাড়ি না দেখিয়ে তাঁর ছেলের বাড়ি দেখান বলে অভিযোগ। 

gfiyoy

স্থানীয় এক কিশোর এই ঘটনার প্রতিবাদ জানালে শেখ মুজিবুরের সঙ্গে তার ঝামেলা বেঁধে যায়। পুলিশি হস্তক্ষেপে বিষয়টি সেই সময়ের জন্যে মিটমাট হয়ে যায়। তবে গতকালই সন্ধ্যায় হঠাৎই প্রতিবাদী কিশোরের বাবা শেখ সাগিরের দোকানে শেখ মুজিবুরের অনুগামীরা এসে ভাঙচুর চালায়। আর তারপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেখ সাগিরের দোকানের চারজন এই ঘটনায় আহত হন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। আপাতত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

goopl