/anm-bengali/media/media_files/2025/10/06/screenshot-2025-10-06-7-pm-2025-10-06-12-26-58.png)
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা,পার্বতীচক, বালিডাঙ্গায় ঝুমি নদীর উপর পারাপারের বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। ঝুমি নদীর জল বাড়লেই ভেঙে পড়ে পারাপারের বাঁশের সাঁকো একাধিকবার বন্যায় বিপর্যস্ত জনজীবন। ঝুমি নদীর উপর পারাপারের সাতটি বাঁশের সাঁকো বর্ষার শুরুতেই ভেঙে গিয়েছে আবার নতুন করে পুজোর আগে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল মনসুকার দুইটি ঘাটে। কয়েকদিনের মিম্নচাপের বৃষ্টি সাথে ডিভিসি ছাড়া জলে মনসুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে ভেঙে গিয়েছে পারাপারের বাঁশের দুটি সাঁকো, এক কথায় মনসুকা এলাকার সবকটি বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে নৌকো চড়ে চলছে পারাপার।
/anm-bengali/media/post_attachments/7fbd7d99-c3a.png)
শুধু ঘাটাল ব্লকই নয় হুগলির বিস্তীর্ণ এলাকার মানুষও ঘাটালের সাথে যোগাযোগ করার জন্য ঝুমি নদীর পারাপার করেন। স্থানীয় মানুষের দাবি কয়েক বছর আগে গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে ঝুমী নদীর উপর মনসিকা ঘোড়ই ঘাট এলাকায় ভগবতীর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল বর্তমানে সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে কিন্তু সেতুতে ওঠার কানেক্টিং রোড না তৈরি হওয়ায় এখনো চালু হয়নি ভগবতী সেতু। দ্রুত ভগবতী সেতু চালু করার দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/06/dig-adv-2025-10-06-12-17-11.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us