কালনার রাস্তায় পরে বালুরঘাটের এনুমারেশন ফর্ম- আটক হয় বিজেপির বিএলএ- পরে মন্ডল সভাপতির নেতৃত্ব পেলেন ছাড়

আটক হয় বিজেপির বিএলএ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-11-09 at 12.43.33

নিজস্ব সংবাদদাতা: কালনার রাস্তায় পড়ে বালুরঘাটের এনুমারেশন ফর্ম, যা ঘিরে রীতিমতো রাজনৈতিক উত্তেজনা ছড়ালো কালনায়। আজ সকালে কালনার ৭৩ নম্বর বুথের বিজেপির বিএলএ কাশীনাথ মন্ডল কালনার কিষানমান্ডির সামনে থেকে কয়েকটি এনুমারেশন ফর্ম কুড়িয়ে পান। ফর্মগুলি বালুরঘাটের বলে জানা যাচ্ছে।

তবে ফর্মগুলি কুড়িয়ে পেতেই স্থানীয়রা তাকে ঘিরে ধরেন এবং কালনা থানায় খবর দেওয়া হয়। সন্দেহের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে কাশীনাথ মন্ডলকে। তবে তৎক্ষণাৎ সেখানে পৌঁছন কালনার ৪ নম্বর মণ্ডল সভাপতি গৌর মণ্ডল মহাশয়। তার নেতৃত্বে কাশীনাথ মন্ডলের ওপর থেকে সন্দেহ দূর হলে তাকে ছারে পুলিশ।

তবে এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের দাবি বিজেপির কোনো অভিসন্ধি রয়েছে এই ঘটনার পেছনে। অপরদিকে বিজেপির দাবি, তৃণমূল নিছকই রাজনীতি করছে এই ঘটনা নিয়ে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।