New Update
/anm-bengali/media/media_files/2025/10/12/whatsapp-image-2025-10-12-at-184625-2025-10-12-20-28-46.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক রেল গেটের ওপর তৈরি হওয়া অসম্পূর্ণ ফ্লাই ওভার পরিদর্শনে যান ডেবরার বিধায়ক ড: হুমায়ুন কবীর। এই দিন তিনি বালিচকে উপস্থিত হয়ে নিত্যযাত্রী এবং এলাকাবাসীদের সাথে কথা বলেন। এলাকাবাসীরা তাকে জানান কাজ খুব ধীর গতিতে হচ্ছে। পাশাপাশি বিধায়ক লক্ষ্য করেন বর্তমানে কাজ বন্ধ রয়েছে। আর এতেই কজের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক হুমায়ুন কবীর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/12/whatsapp-image-2025-10-12-at-145700-2025-10-12-20-11-39.jpeg)
কোন কোন জায়গায় এখনও পর্যন্ত সমস্যা রয়েছে, সেই গুলি নিয়ে ফটো কপি সহ জেলাশাসককে আবেদন করবেন, যাতে দ্রুত ফ্লাই ওভাররে কাজ সম্পূর্ণ করা যায়। পাশাপাশি তিনি খড়গপুর ডিআরএম-এর সঙ্গে কথা বলবেন বলেও জানান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/12/the-rain-4-copy-1_page-0001-2025-10-12-21-36-10.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us