রথের প্যান্ডেলে বকরি-ঈদের নমাজ, ব্যতিক্রমী ছবি দুর্গাপুরে

আল্লাহ্'র উদ্দেশে উৎসর্গের দিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-06-07 at 20.30.10 (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: জগন্নাথের মাসির বাড়িতে বকরী-ঈদে'র নমাজ! এও কোথাও হয় নাকি? আর কোথাও না হলেও শস্য শ্যামলা বাংলায় হয়। বিশেষ করে যে বাংলায় দুর্গাপুর শহরের মতো শহর থাকে, সেখানে তো হবেই। 

শনিবার সকাল। আজানের ধ্বনি শোনা গেল শহরের ইস্পাত নগরীতে জগন্নাথের রথ যাত্রার প্যান্ডেলে। আজকে ঈদুজ্জোহা। আল্লাহ্'র উদ্দেশে উৎসর্গের দিন। তারই নামাজ পাঠ হল রথযাত্রার প্যান্ডেলে। প্যান্ডেল বাঁধার কাজে আসা শ্রমিকরা অবশ্য গোড়ায় ঠিক ঠাহর করে উঠতে পারেনি - হচ্ছেটা কি, এ যে ঘোর কলি! পরে অবশ্য বিষয় বুঝতে পেরে তারাও বাহবা দিয়েছেন এই উদ্যোগকে।

শহরে প্রতিবারের মতো রথযাত্রার আয়োজন শুরু হয়েছে। তারই প্রস্তুতি প্যান্ডেলের নিচে এদিন হল ইদুজ্জোহা'র গুরুত্বপূর্ণ দু’রাকাত নামাজ। আর তার সাথেই দুই সম্প্রদায়ের মিলন মেলায় ভাসলো শিল্পশহর দুর্গাপুর। 

নামাজের আয়োজক কমিটি এদিন ধন্যবাদ জানান ইস্কন কর্তৃপক্ষকে। এই নামাজের এমন ছবি একেবারেই হয়তো ব্যতিক্রমী। দেশের অন্য কোথাও দেখাও যাবেনা, বলে মনে করছেন শিল্পাঞ্চলের মানুষ।