/anm-bengali/media/media_files/2025/08/27/whatsapp-image-2025-08-27-2025-08-27-17-35-08.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার ৬ নম্বর জলিমান্দা অঞ্চলের নলাগেড়্যা এলাকায় বেহাল রাস্তাকে কেন্দ্র করে অদ্ভুত ভাবে বিক্ষোভে সরব হলেন গ্রামবাসী। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তার উপরে ধান গাছ পুঁতে প্রতীকী প্রতিবাদে নামলেন তাঁরা। অভিযোগ, গত ২০ বছর ধরে এই রাস্তায় কোনো সংস্কার হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।
এলাকাবাসীর অভিযোগ, ভাঙাচোরা রাস্তাতেই প্রতিদিন স্কুলে যেতে হয় ছোট ছোট ছাত্র-ছাত্রীদের। ওই এলাকায় রয়েছে একটি আইসিডিএস কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু সেখানে যাওয়ার মতো উপযুক্ত রাস্তা নেই। মোরাম বা কংক্রিটের রাস্তা তো দূরের কথা, সামান্য চলাচলের পথটুকুও নেই বলে দাবি। অথচ কয়েকটি নির্দিষ্ট বাড়ির জন্য ঢালাই রাস্তা করা হয়েছে প্রায় ২.৫ থেকে ৩ মিটার। গ্রামবাসীদের বক্তব্য, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। এলাকার প্রধান সোনালী দে দত্ত জানিয়েছেন, অসময়ের বৃষ্টির জেরে রাস্তার পরিস্থিতি ভয়াবহ হয়েছে। তিনি বলেন, "আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত রাস্তা মেরামতির কাজ হবে"।
অপরদিকে পিংলা বিধানসভার খড়্গপুর ২ নং ব্লকের বৈতা, বাড়মামুদপুর, কাপাসগেড়িয়া এলাকার রাস্তাও বেহাল। বার বার বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি। তাই খড়গপুর ২ নং ব্লকের পপআড়া ৬/১ এবং ৬/২ অঞ্চলের গ্রামবাসীরা সবাই একত্রিক হয়ে ধান গাছের চারা রোপণের মাধ্যমে প্রতিবাদ জানান। দ্রুত রাস্তা সংস্কার না হলেও তাঁরাও বৃহত্তর বিক্ষোভ হুশিয়ারী দিয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/27/screenshot-2025-08-27-173406-2025-08-27-17-34-28.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us