সোনাই নদীতে পাওয়া যাচ্ছে কুমিরের বাচ্চা

আতঙ্ক বাড়ছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-05 1.27.38 PM

নিজস্ব প্রতিনিধি, স্বরুপনগর: আজ আবার স্বরুপনগরের সীমান্তবর্তী সোনাই নদীতে পাওয়া গেল কুমিরের বাচ্চা, মৎস্যজীবীদের জালে ওঠে একটি কুমিরের বাচ্চা। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সুন্দরবন থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে এই সোনাই নদী, যে নদীতে কোন জোয়ার ভাটা হয় না, বিগত কয়েকশো বছর আগে থেকে এই নদীতে কোন কুমির দেখা যায়নি বা আজ পর্যন্ত কেউ এই নদীতে কুমির দেখেনি, কিন্তু হঠাৎ করে কুমিরের বাচ্চা কোথা থেকে এলো বা কি করে মৎস্যজীবীদের জালে পরপর দুদিন কুমির উঠল তা নিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ।