New Update
/anm-bengali/media/media_files/Efp69RmfQGvOcBomovcG.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রাতের অন্ধকারে বাবা মায়ের কোল থেকে নিঁখোজ হল দেড় বছরের পুত্র সন্তান যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কিসমত ডুঁয়া এলাকায়।
প্রতিদিনের মতো গতকাল রাতে খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমিয়ে পড়ে কিঙ্কর সিং, তার স্ত্রী, দুই কন্যা সন্তান এবং এক পুত্র। তবে বাড়িতে কোনো দরজা ছিল না। সকালে উঠে দেখে ছেলে নেই। তারপরেই শোরগোল পড়ে যায়। খবর যায় ডেবরা থানায়। থানায় বিষয়টি জানানো হয়েছে সোমবার সকালে। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us