New Update
/anm-bengali/media/media_files/2025/07/05/whatsapp-image-2025-07-05-2025-07-05-21-56-05.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ত্রিলোচনপুর এলাকায় এক ব্যক্তির নতুন বাড়ির কোণ থেকে ২৫টির বেশী মৃত খরিস সাপের বাচ্চা উদ্ধার করে এলাকাবাসী। পরে বিষয়টি নিয়ে খবর যায় বন দফতরে। এই বিষয়ে এলাকাবাসীর মুখে কুলুপ। সাপের বাচ্চা গুলি কি মৃত ছিল নাকি তাদের মেরে ফেলা হয়েছে? তদন্ত শুরু ডেবরা বন বিভাগের।