New Update
/anm-bengali/media/media_files/2025/05/25/4CYK1xxjIPaK9eVhPvXC.jpeg)
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গড়মাল গ্রাম পঞ্চায়েতের লোধা অধ্যুষিত গ্রামীন এলাকা, যেখানে গরীব লোধা শ্রেনীর মানুষের বসবাস। তাদের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। এলাকায় গ্রামীণ স্যানিটেশন বিষয়ক একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হল এদিন। স্যানিটেশন কী? এর ব্যাবহার কীভাবে হয়? এর উপকারিতা কী? এগুলো কেন প্রয়োজন সেই নিয়েই শিবির করে লোধা শবরদের বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়। এদিনের এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরী, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। এছাড়াও জেলা ও ব্লক ও গ্রাম পঞ্চায়েত লেভেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
/anm-bengali/media/media_files/2025/05/02/BOc4ESaxC0OAWjemovd2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us