New Update
/anm-bengali/media/media_files/xYQpx4pMQvtLk32zFWa1.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : ট্যাঙ্ক পরিষ্কারের সার্টিফিকেট নেই, তাই পাম্প থেকে দেওয়া হচ্ছে না সিএনজি গ্যাস। এদিকে এরই প্রতিবাদে পাম্প অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটো চালকরা। অটো চালকদের দাবি, টান পড়ছে রুজিতে, তাই বাধ্য হয়ে দুর্গাপুর বাসস্ট্যান্ড লাগোয়া একটি পাম্পের গেট আটকে বিক্ষোভ দেখালেন শুক্রবার। তার জেরে অন্যান্য যানচালকরা পাচ্ছেন না পেট্রোল, ডিজেল। সকলেই পড়েছেন সমস্যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোক ওভেন থানার পুলিশ। দুই পক্ষের মধ্যেই শুরু হয়েছে আলোচনা। ঘটনা প্রসঙ্গে পাম্পের ম্যানেজার জানান, প্রায় আড়াই ঘন্টা ধরে বন্ধ রয়েছে পরিষেবা। ক্ষতি পরিমাণ প্রায় ২ লক্ষ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us