/anm-bengali/media/media_files/2025/11/27/whatsapp-image-2025-11-27-at-190618-2025-11-27-20-16-56.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মহিলাকে খুনের চেষ্টার মামলায় অভিযুক্তকে ৬ বছর স্বশ্রম কারাদন্ড দিল ঝাড়গ্রাম জেলা আদালত। ২৮/১১/২০২২ সালে নয়াগ্রাম থানার দোলগ্রামে প্রতিবেশী গৃহবধূকে খুনের চেষ্টার মামলায় ৬ বছরের সাজা দিল ঝাড়গ্রাম জেলা আদালত। শ্যামলাল ওরফে পালু হাঁসদা ২০২২ সালে দোলগ্রামে সালমা হাঁসদার বাড়িতে ঢুকে তাকে মারধর করে ও প্রাণে মারার চেষ্টা করে। এই মামলায় তার ছেলে দেখতে পেয়ে ছুটে এলে পালু হাঁসদা সেখান থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সালমা হাঁসদাকে প্রথমে নয়াগ্রাম হাসপাতালে ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে গোপীবল্লভপুর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় তার ছেলে নয়াগ্রাম থানার অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পরেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
/anm-bengali/media/post_attachments/ef4b3d9c-cc0.png)
ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেলবন্দী থাকাকালীন এই মামলার শুনানি শুরু হয়। ২০২৩ সালে চার্জশিট জমা দেয় পুলিশ। ২০২৩ সালের শেষের দিকে চার্জ গঠন হয়। মোট ১৪ জন স্বাক্ষী দেন এই মামলায়। গতকাল এই মামলায় দোষী সাব্যস্ত করা হয় পালু হাঁসদাকে। আজ তার সাজা ঘোষণা করেন ঝাড়গ্রাম জেলা আদালতের মহামান্য বিচারক সুরজিৎ মজুমদার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us