/anm-bengali/media/media_files/UYGwO7wO8vSWy68UQ3Cm.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার জেরে উত্তেজনা ছড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হামলার পেছনে বিজেপির যোগ রয়েছে বলে মনে করছেন। এবার এই হামলার ক্ষেত্রে মামলা দায়ের করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে রয়েছে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মত অভিযোগ। ইতিমধ্যেই এই হামলার সঙ্গে যুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কুর্মি সমাজ নিজেদের দাবি নিয়ে প্রতিবাদ করে চলেছে। এই পরিস্থিতিতে গতকাল ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা চালানো হয়েছে। আক্রান্ত হয়েছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তবে এই হামলার পেছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।