পাচার চক্রের রমরমা!

হঠাৎ করেই একটি স্করপিও গাড়িকে ঘিরে ফেলে ডেবরা এসডিপিও, ডিএসপি ওপারেশন।দ্রুততার সঙ্গে গাড়ি থেকে বের করা হয় ৫ জনকে।

author-image
Pallabi Sanyal
New Update
55

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :  ডেবরায় জাল নোট পাচার করতে গিয়ে গ্রেফতার ৫। উদ্ধার প্রায় এক লক্ষ টাকার জাল নোট। আটক একটি স্করপিও গাড়ি৷ অভিযুক্তদের আদালতে তোলা হলে ৫ জনকেই ৫ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেয় মেদিনীপুর আদালত।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ওভার ব্রিজের নীচে। হঠাৎ করেই একটি স্করপিও গাড়িকে ঘিরে ফেলে ডেবরা এসডিপিও ও ডিএসপি অপারেশন।দ্রুততার সঙ্গে গাড়ি থেকে বের করা হয় ৫ জনকে। উদ্ধার হয় প্রায় এক লক্ষ টাকার জাল নোট। পুলিশের অনুমান, এই নোট কোথাও ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছে। ঘটনায় অভিযুক্ত ৫ জনের বাড়ি ডেবরার ডুয়া ও হামিরপুর, খড়গপুর লোকালের মাদপুর এবং মেদিনীপুরের আবাসে। অভিযুক্তদের মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক ৫ জনকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা খোঁজ চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এদের বিরুদ্ধে পুলিশ সেজে কাজ করা,কয়েন বিক্রি করতে গিয়ে ছিনতাই সহ বেশ কিছু  অভিযোগ আগে থেকেই রয়েছে বলে জানা গিয়েছে।