New Update
/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: ফের বজবজে (Budge Budge) গুলি-বোমা। গ্রেফতার আরও ২। ৪৩ জনের বিরুদ্ধে এফআইআর হলে এখনও অধরা বাকি অভিযুক্তরা। দুই সিন্ডিকেটের লড়াইয়ে উত্তপ্ত বজবজ। ধৃতের সংখ্যা বেড়ে ১০। ইমারতি দ্রব্যের সরবরাহের বরাত নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে লড়াই!
জানা গিয়েছে, তৃণমূল কাউন্সিলরের সঙ্গে উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামীর বিবাদের জেরে গোলাগুলির সূত্রপাত! এফআইআরয়ে তৃণমূলের ৩ পঞ্চায়েত সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। কাউন্সিলরের সঙ্গে সংঘাতের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামীর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us