Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/D4wuXgwK2w1WhqeDhVCN.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : অস্ত্র আইনে দুর্গাপুর থেকে গ্রেফতার উৎপল ওরফে গণেশ রায়। একসময় বিজেপির কেন্দ্রীয় নেতাদের হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন গণেশ রায়। রাজু ঝা-রও ঘনিষ্ঠ ছিলেন তিনি। সোমবার রাতে দুর্গাপুরের মেনগেট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড কার্তুজ সহ তাকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার ধৃতকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। কয়লা সংক্রান্ত ও একাধিক মামলা রয়েছে উৎপল ওরফে গণেশ রায়ের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us