New Update
/anm-bengali/media/media_files/B2W2FivNhfuuBW9huNYp.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : আগ্নেয়াস্ত্র সহ উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে গ্রেফতার করল রানিগঞ্জ থানার পুলিশ । শুক্রবার সন্ধ্যায় বল্লভপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, এক অপরিচিত ব্যক্তি পুরানো পঞ্চায়েত অফিসের সামনে ইতঃস্তত ঘোরাঘুরি করছে । সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে । তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় । পুলিশ ধৃতকে আদালতে পেশ করেছে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us