হো ভাষার উন্নতির জন্যে হয়ে গেল হো সমাজের বিশেষ অনুষ্ঠান

এলাকার কৃতি দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-07 at 132309

File Picture

নিজস্ব সংবাদদাতা: রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা অডিটোরিয়াম হলে অল অন্ডিয়া আদিবাসী হো সমাজ কাউন্সিলের উদ্যোগে হো ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক ২০২৫ এর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।

এছাড়াও উপস্থিত ছিলেন হো সমাজের নেতৃত্বরা, বিশিষ্ট শিক্ষক ও চিকিৎসকরা। এদিন এলাকার কৃতি দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। এ নিয়ে হো সমাজের নেতৃত্ব কী বললেন চলুন শুনে নেওয়া যাক -