সকলের জন্য শুভেচ্ছা-প্রণাম-ভালোবাসা অনুপমের

সকলের জন্য ভালোবাসা উজাড় করে দিলেন অনুপম হাজরা। বিজয়া দশমীতে করলেন পোস্ট।

author-image
Pallabi Sanyal
New Update
asa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ৩৬০ দিনের অপেক্ষা। আসছে বছর আবার হবে। বিজয়া দশমীতে সকলের জন্য শুভেচ্ছা-প্রণাম-ভালোবাসার পোস্ট বিজেপির সর্ববারতীয় সম্পাদক ডঃ অনুপম হাজরার। সাধারণত বিজয়ার শুভেচ্ছা বার্তায় বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা ও শুভেচ্ছা জানানো হয়। অনুমক কিন্তু তার পোস্টে সকলের জন্য প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা উজার করে দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ''পুজো আসছে পুজো আসছে এই অনুভূতিটাই প্রচন্ড আনন্দদায়ক।পুজো এলেই মনে হয় আর তো মাত্র ৪ দিন। আসছে বছর আবার হবে। ৩৬০ দিনের অপেক্ষা। সকলকে বিজয়ার প্রণাম-শুভেচ্ছা-ভালোবাসা।''

hire