New Update
/anm-bengali/media/media_files/uDqsUrMKva2t3oTFywjU.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতেই তৃণমূলের অচ্ছুত তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক? এবার জল্পনা উস্কে দিল বিজেপি নেতা অনুপম হাজরার পোস্ট। এর আগে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল। যদিও গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের সঙ্গে তেমনটা হয়নি। এবার কি দল বা শীর্ষ নেতৃত্বদের দিকে দায় ঠেলে তৃণমূলের অপ্রিয় হয়ে উঠবেন জ্যোতিপ্রিয়? পার্থর পর কি তার বিরুদ্ধেও পদক্ষেপ করবে দল? সেই প্রশ্নই উঠছে।
#রেশন_দুর্নীতিpic.twitter.com/j7PmkfLGpb
— Dr. Anupam Hazra 🇮🇳 ডঃ অনুপম হাজরা ✨ (@tweetanupam) November 3, 2023
/anm-bengali/media/post_attachments/Po8vN3lH6mrWTMFSfbRP.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us