BREAKING: দলীয় নির্দেশের পর অবশেষে ক্ষমা চাইলেন অনুব্রত ! কিন্তু রেখে গেলেন কিছু প্রশ্ন

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
anubrataleave

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বোলপুরের একজন আইসি (IC)-কে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অপরাধে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে চার ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল তৃণমূল হাইকমান্ড। এই নির্দেশ পাওয়া মাত্রই অবশেষে ক্ষমা চাইলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। কিন্তু সেইসঙ্গে বেশকিছু প্রশ্নও রেখে গেলেন তিনি। আজ এই বিষয়ে একটি চিঠিতে তিনি লেখেন,''পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদেরকে অপমান করার কথা ভাবতে পারিনা। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন ১০০ বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খায় দিদির পুলিশে বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুক্ষিত। কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটে মুহুকুমা বোলপুর সিউড়ি রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কিকরে, আমার আর আমাদের বোলপুরের আই সি সাথে গাল মন্দর ফুটেজ পেল? কে দিল? কোন চক্রান্ত নেই তো? তবুও আমি বলছি কোন পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে দুঃখিত, আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।''

ANUBRATA