New Update
/anm-bengali/media/media_files/AGibuoeKG7NLe7Lo4h7B.jpg)
ইডি
নিজস্ব সংবাদদাতা : প্রথম থেকেই নিয়োগ দুর্নীতি মামলার গ্রেফতারিতে উঠে এসেছে হুগলির বলাগড়ের একের পর এক তৃণমূলের যুব নেতার নাম । কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই। এবার তাদের নামের সঙ্গে ইডির চার্জশিটে নয়া সংযোজন বলাগড়েরই আরেক যুব তৃণমূল নেতা রাহুলদেব ঘোষ। শান্তনুর থেকে মোটা টাকায় চাকরি কেনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইডির জেরায় শান্তনুও স্বীকার করেন অভিযোগ। জানা গিয়েছে, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষকের চাকরি পেতেই শান্তনুকে মোটা অঙ্কের টাকা দেন রাহুলদেব। যদিও আদালতের নির্দেশের পরই সেই চাকরি তার চলে গিয়েছে। শুধু রাহুল নাকি তার সঙ্গে আরো কাউকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শান্তনু, এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us