/anm-bengali/media/media_files/feTuNgiljKpCbHGqGL4i.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: একদিকে যখন ধর্মতলার অনশন মঞ্চে চলছে ১০ দফা দাবির ভিত্তিতে আন্দোলন! দক্ষিণবঙ্গ ছাপিয়ে উত্তরবঙ্গেও পড়েছে সেই আন্দোলনের আঁচ। অনশন কর্মসূচিতে বসেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। আর এবার জুনিয়র চিকিৎসকদের মধ্যে একজন হয়ে পড়লেন অসুস্থ।
ধর্মতলায় ডক্টর অনিকেত মাহাতোর মতন তাকেও নিয়ে যাওয়া হল হাসপাতালে। শারীরিক অবস্থার প্রভূত অবনতি। জুনিয়র চিকিৎসকের নাম আলোক ভার্মা। তাকে এইচডিইউতে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে তার ইউরিনে কিটন বডির মাত্রা বেড়ে গিয়েছে। লিভার এবং কিডনিতে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। হার্ট রেট কমে গিয়েছে। আলোক বাঙালী নন, তার বাড়ি উত্তরপ্রদেশের লখনউতে।
/anm-bengali/media/media_files/6YoPftvBBe6Lf2pchSfV.jpg)
শনিবার তার বাড়িতে ফোন করে মাটিগাড়া থানার পুলিশ। তাকে অনশন তুলতে নাকি চাপ সৃষ্টি করা হয় বাড়ির উপরে বলে অভিযোগ। এদিকে অলকের বাড়িতে অনেকের রয়েছে হার্ট অ্যাটাকের ইতিহাস। তাকে স্মরণ করেই তার শারীরিক অবস্থার সামান্য অবনতি হতে বন্ধুরা নিয়ে যান হাসপাতালে। সেখানেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us