পাথর দিয়ে থেতলানো মুখ! প্রতিবাদ মিছিল থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু আরও এক "তিলোত্তমা"র

এবার এক প্রতিবাদীর প্রাণ গেল।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
rapegirlnew

নিজস্ব সংবাদদাতা: রাত এখনও কাদের দখলে? দিকে দিকে যেখানে আর জি করের প্রতিবাদে রাতের রাস্তা দখলে নেমে পড়েছেন মহিলারা, সেখানেই আবারো রাতের অন্ধকারেই প্রাণ গেল আলো এক কন্যার। 

rg kar protest 2222

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অঙ্কিতা বাউরি নামক একটি মেয়ের প্রাণ গেল আর জি করের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সেরে বাড়ি ফেরার পথে।

publive-image 

জানা গিয়েছে গঙ্গনাপুরের ওই মহিলার গলা কেটে দিয়েছিল দুষ্কৃতীরা। তার আগে পাথর দিয়ে তার মুখ এমন ভাবে থেঁতলে দেওয়া হয়েছে যাতে তাকে চিনতে না পারা যায়। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ। 

(তথ্য: ফেসবুক)

murder