/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া: এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার খবর এল সামনে। এবারের ঘটনা বাদুড়িয়ার। যদুরহাটির বাসিন্দা সাতান্ন বছরের শফিকুল মন্ডল এই রাজ্যে ১০ বছরের বেশি সময় ধরে রয়েছেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ায় দ্বিতীয়বার বিয়েও করেন। এই দ্বিতীয় স্ত্রীর কাগজপত্রের সঙ্গে সন্তানদের বয়সের সমস্যা হতেই আসল সমস্যা তৈরি হয়। অনেকেই তাকে বলতে থাকে এবার ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তারপর থেকেই চিন্তিত হয়ে পড়েন ব্যক্তি। অভিযোগ, কোনোভাবেই সমস্যার সমাধান করে উঠতে পারছিলেন না। তারপর থেকেই দুশ্চিন্তা গ্রাস করছিল শফিকুলকে। মঙ্গলবার শেষমেশ দুপুরে জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে ফেলেন বলে অভিযোগ। তড়িঘড়ি স্থানীয় মানুষজন ও পরিবারের লোকজন বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট মর্গে নিয়ে যাওয়া হয়। এদিকে ফের তৃণমূল আর বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/19/screenshot-2025-11-19-190312-2025-11-19-19-03-35.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us