অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ছাউনি উধাও, গর্ভবতী মায়েদের রান্না বিশ বাঁও জলে

সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
576778

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝড়ে উড়ে গেছে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ছাউনি। প্রতিদিন বিকেল হলেই বৃষ্টি নামছে। আর তাতেই সমস্যা বাড়ছে রান্নায়। কোথায় রান্না হবে বাচ্চা ও গর্ভবতী মায়েদের? এখন এই প্রশ্নই কোটি টাকার।

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের  হরিনারায়ণপুর এলাকার। একদিন আগেই ব্যাপক ঝড় বৃষ্টি হয় সেখানে। আর তাতেই ঝড়ে উড়ে যায় হরিনারায়নপুর অঙ্গনওয়াড়ী কেন্দ্রের রান্না ঘরের ছাউনি। ছাউনিতে দেওয়া ছিল এ্যাসবেস্টার। বর্তমানে প্রত্যেকদিন বিকেল হলেই ঝড় বৃষ্টি নামছে। তারপর আবার নিম্নচাপের ভ্রুকূটিতো রয়েইছে। এমন অবস্থায় বাচ্চা ও গর্ভবতী মায়েদের রান্না কোথায় হবে? সেই প্রশ্ন তুলে সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী।

অপরদিকে ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জগন্নাথ মুলা জানান, “আমি এই বিষয়ে খবর পেয়েছি৷ দ্রুত যাতে ওই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের রান্নার জায়গাটি ঠিক করে দেওয়া হয়, তার ব্যবস্থা গ্রহণ করবো”।