/anm-bengali/media/media_files/2024/10/31/5Ch1Mw3gK23lColAMIu4.jpeg)
নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/২ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দগড় অঙ্গনওয়াড়ী কেন্দ্র। দীর্ঘ ১২ বছর ধরে গাছের তলায় চলছিল পড়াশুনা। সঠিকভাবে মেলে না খাওয়াদাওয়াও। সেই খবর পেতেই বুধবার দুপুরে সেই জায়গা পরিদর্শন করতে যান ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।
/anm-bengali/media/post_attachments/6aa58244-3b7.png)
এদিন তার সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়াসহ অনান্যরা। দ্রুত জায়গা খুঁজে অঙ্গনওয়াড়ী কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানান পূর্ত কর্মাধ্যক্ষ। পাশাপাশি গতকাল থেকেই এক ব্যক্তির বাড়ীর সামনেই ত্রিপল টাঙিয়ে আতাতত সমস্ত কিছু চলবে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/a3fbb769-6e0.png)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের সবরকম সরঞ্জাম পাশের একটি বাড়িতে থাকে। তবে বৃষ্টির জল জমে যাওয়ায় তাও আনা সম্ভব হয়নি। সব মিলিয়ে চরম অব্যবস্থা এই কেন্দ্রে। এলাকাবাসীসহ সবাই চাইছে এখানে একটি স্থায়ী পাকাপোক্ত অঙ্গনওয়াড়ী কেন্দ্র তৈরি করে দেওয়া হোক।
/anm-bengali/media/media_files/2024/10/24/j6OD8rQPX1yjCB3RGIlh.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us