স্কুলের ল্যাবের দরজা খুলতেই ঘটল বিস্ফোরণ! আহত একাধিক

ভয়াবহ ঘটনার সাক্ষী রইল স্কুলের শিক্ষক-সহ ১০ জন ছাত্রী।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ স্কুলের ল্যাবে অ্যামোনিয়া বিস্ফোরণ। জখম শিক্ষক-সহ ১০ জন ছাত্রী। সকলেই ভর্তি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাকির এক সরকারি হাইস্কুলে। স্কুল কর্তৃপক্ষের ধারণা, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ল্য়াবরেটরি। রক্ষণাবেক্ষণও ঠিকভাবে হয়নি। মঙ্গলবার আচমকা ল্যাব খুলতেই ঘটে যায় বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে বসিরহাটের টাকি পৌরসভার টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে প্রাকটিক্যাল ক্লাস ছিল। তখনই ছাত্রীদের নিয়ে ল্যাবে গিয়েছিলেন শিক্ষক অর্ণব গুহ দাস। ল্যাবরেটরির তালা খুলতেই বিকট শব্দে ফেটে যায় অ্যামোনিয়ার পাত্র। আহত হন ওই শিক্ষক সহ আরও ১০ জন ছাত্রী। আওয়াজ শুনে ছুটে আসেন স্কুলের অন্যান্য শিক্ষক, পড়ুয়ারা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় টাকি গ্রামীণ হাসপাতালে। সেখানেই বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।