New Update
/anm-bengali/media/media_files/x37XlGF3Zv6SfAbHg4sM.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: "অমিত শাহ কুণাল ঘোষের মুখে পেচ্ছাপ করে দেবে", এই বিষয় নিয়ে ট্যুইট করলেন কুণাল ঘোষ। ট্যুইটে কুণাল ঘোষ বলেছেন, "অমিত শাহ কুণাল ঘোষের মুখে পেচ্ছাপ করে দেবে।" এই মন্তব্য করেছিলেন শিশির অধিকারী। মানহানির মামলা করেছিল আমার আইনজীবী অয়ন চক্রবর্তী। আজ ১৯ এমএম কোর্টে শুনানির পর বিচারক শিশির সহ তিনজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। ১১ মার্চ তাঁদের কোর্টে উপস্থিত থাকতে হবে"।
"অমিত শাহ কুণাল ঘোষের মুখে পেচ্ছাপ করে দেবে।"
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 15, 2024
এই মন্তব্য করেছিলেন শিশির অধিকারী।
মানহানির মামলা করেছিল আমার আইনজীবী অয়ন চক্রবর্তী।
আজ 19 MM কোর্টে শুনানির পর বিচারক শিশিরসহ তিনজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
11 মার্চ তাঁদের কোর্টে উপস্থিত থাকতে হবে।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us