/anm-bengali/media/media_files/4Whh2RVmif1l6p33JX85.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বইছে লু। সানস্ট্রোকে আক্রান্ত রোগীর চিকিৎসা করতে ব্যর্থ রাজ্যের সরকারি হাসপাতালগুলি! কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা সেই অ্যাম্বুলেন্স? ভিডিও ট্যুইট করে এমনই প্রশ্ন তুললেন বিজেপির অমিত মালব্য। ট্যুইট বার্তায় তিনি জানান গোটা ঘটনা। ভাতারে ফসল কাটার কাজে গিয়েছিলেন অসিত কোরা ও তার স্ত্রী মেনকা। প্রচণ্ড গরমে, চাঁদি ফাটা রোদ্দুরে মাঠে কাজ করায় অসুস্থ হয়ে পড়েন মেনকা। এরপর তাকে নিকটবর্তী এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেনকা বিনামূল্যে সরকারি অ্যম্বুলেন্স পরিষেবা থেকেও বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে অগত্যা অসিত কোরা তার স্ত্রীকে ই-রিকশায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্টেশনে পৌঁছানোর জন্য। কিন্তু পথেই মৃত্যু হয় মেনকার। আর এই ঘটনায় প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। অমিত মালব্য ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে। সানস্ট্রোকে মৃত্যুর চিকিৎসা দিতে না পেরে মেনকাকে স্থানান্তর করা হয়। আর হাসপাতালে পৌঁছনোর অনেক আগেই তার মৃত্যু হয়। এই পরিস্থিতিতে বিজপি নেতা প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিনামূল্যের অ্যাম্বুলেন্স এবং মাল্টি স্পেশালিটি হাসপাতালের কথা বলছেন তা কোথায়?
Asit Kora lost his wife Menoka to Bengal’s apathetic health infrastructure. Both had come to Bhatar for harvesting work. Menoka fell ill as she was working in scorching heat and was admitted to Bhatar hospital, from where she was referred to Burdwan Medical College and Hospital. pic.twitter.com/2vxFGyjFRU
— Amit Malviya (@amitmalviya) April 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us