বিধায়ক তহবিল থেকে দেওয়া হল অ্যাম্বুলেন্স

দাঁতনে গ্রামবাসীদের হল সুবিধা। 

author-image
Aniket
New Update
c

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে দাঁতন ২ ব্লকের জেনকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছিল না তেমন কোন অ্যাম্বুলেন্স। এলাকা থেকে অসুস্থ রোগীকে পার্শ্ববর্তী খন্ডরুই গ্রামীণ হাসপাতাল কিংবা দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যেতে গেলে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। আর তাই স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বিধায়কের কাছে এবিষয়ে জানানো হয়েছিল আবেদন। আর সেই আবেদনকে গুরুত্ব দিয়ে দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বিধায়ক কোটার অর্থে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন।

জেনকাপুর গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে সেই অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে গ্রাম পঞ্চায়েতের হাতে তুলে দেন বিধায়ক।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতন ২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ ইফতেখার আলী, শেখ এজারুল, দাঁতন থানার আইসি তীর্থসারথী হালদার, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা। এই অ্যাম্বুলেন্স পাওয়ায় উপকৃত হবেন এলাকার মানুষজন। বিধায়ক বলেন, "জেনকাপুর এলাকায় বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত রয়েছে স্থানীয় এই ক্লাবটি। তাদের পক্ষ থেকে আমার কাছে এই অ্যাম্বুলেন্সের আবেদন এসেছিল আর তাই আমি আমার তহবিলের অর্থ থেকে এই অ্যাম্বুলেন্সটি দেওয়ার ব্যবস্থা করি"।

add senco