শুরু হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি !

রাজ্যজুড়ে শুরু হবে এই কর্মসূচি।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-08-02 at 6.37.55 PM

KKK

নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারের উদ্যোগে আবারও মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে প্রশাসনিক পরিষেবা। ‘দুয়ারে সরকার’-এর সাফল্যের পর এবার রাজ্য জুড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে বুথ স্তরের সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল, নাগরিকদের ছোটখাটো সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করা। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে বুথ স্তরের সাধারণ মানুষ নিজেদের এলাকার সমস্যা নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। আজ ২রা আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে।

Mamata Banerjee

আজ এই বিষয়ে জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর এবং শালবনী ব্লকের জেলা পুলিশ সুপার, শালবনী কানাইলাল প্রাথমিক বিদ্যালয়-সহ জেলার বেশ কয়েকটি জায়গায় এই কর্মসূচি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক, পঞ্চায়েত সদস্য, সমষ্টি উন্নয়ন আধিকারিক-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকবৃন্দ। কর্মসূচি পরিদর্শনের পাশাপশি সাধারণ মানুষের সাথেও কথা বলেন জেলা শাসক। আগামী ৩রা নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।