নদী পারাপারে সরকার নির্ধারিত টাকা বাদেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কারা করল এই অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-14 at 6.20.55 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়্যা নদী ঘাটে পারাপারের ক্ষেত্রে সরকারি ভাবে বেঁধে দেওয়া রেটের থেকে বেশী টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠছে। এমনকি সরকারিভাবে বেঁধে দেওয়া রেট চার্টও লাগানো নেই নদী ঘাটে। আর এই নিয়ে এক যুবকের সঙ্গে ঘাট মালিকের তর্কাতর্কির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। 

এই বিষয়ে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেন, "ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও আমাদের কাছে এসেছে। আমরা ইতিমধ্যে ঘাটের মালিকপক্ষকে শোকজ করেছি। ঠিকঠাক উত্তর না পেলে আমাদের সঙ্গে যে চুক্তি রয়েছে তা আমরা বাতিল করব"।

WhatsApp Image 2025-10-14 at 6.21.04 PM