ব্যয় করে বানানো মার্কেটিং কমপ্লেক্স বছরের পর বছর বন্ধ, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নির্মাণের পর থেকেই বছরের পর বছর পার হলেও তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে মার্কেটিং কমপ্লেক্স।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-09 at 4.10.24 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের লালগড় এলাকায় চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির তহবিল থেকে (পঞ্চদশ অর্থ কমিশন ২০২০-২০২১ সালের)  লক্ষাধিক টাকা  ব্যয়ে নির্মাণ করা হয় লালগড় মার্কেট কমপ্লেক্স। কমপ্লেক্স উদ্বোধনের পর থেকে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে মার্কেটিং কমপ্লেক্স। কারন কেউ এগিয়ে আসছে না এই মার্কেটিং কমপ্লেক্সে ব্যবসা করার জন্য।   লক্ষাধিক টাকার ব্যায়ে সরকারি প্রজেক্ট এইভাবে পড়ে নষ্ট হওয়ার কারণে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি তথা শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি ও ভুল  পরিকল্পনা অভিযোগ তুলে সরব  বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে এ বিষয়ে চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন এই মার্কেটিং কমপ্লেক্স কেউ ভাড়ায় নেয়নি, তবে ছমাসের মধ্যে মার্কেটিং কমপ্লেক্সের রুমগুলি ভাড়ায় দিয়ে মার্কেট চালু হবে বলে জানিয়েছে তিনি। তবে এখন দেখার কবে চালু হয় এ মার্কেটিং কমপ্লেক্স।

WhatsApp Image 2025-12-09 at 4.10.24 PM (1)