New Update
/anm-bengali/media/media_files/bth2UVMdDrgDIkEdS8Jo.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ ১২ ঘণ্টার বিজেপির ডাকা বাংলা বনধ। কিন্তু তার মধ্যেই আজ সারা ভারতে ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে। যার যেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরাও।
/anm-bengali/media/post_attachments/4c0f8c3f3f1cfc90c7e6f7b1471eab8874ad57357a783f539b3aad9559bdc414.jpg?size=948:533)
সূত্র মারফত জানা গিয়েছে যে, ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ইউনিয়ন-কেরালার ২৩ তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য তেরো জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট জারি করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই ঘটনার প্রতিবাদে ২৮ অগস্ট ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন।
/anm-bengali/media/post_attachments/0cb98b59e649a7a8ac8580bcde79890e8bd45e0c1c9da6f723cbaddc23e87b9c.jpg)
শুধু ব্যাঙ্কই নয়, আজ বন্ধ রয়েছে এটিএম পরিসেবাও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us