New Update
/anm-bengali/media/media_files/fGC4S4hA5BdEVobFJFB6.jpg)
ফাইল ছবি
হরি ঘোষ, দুর্গাপুর : মদ বিক্রির প্রতিবাদ করায় নেতার বাড়িতে হামলার অভিযোগ। শাসকদলের মদতে মদ বিক্রেতার বিরুদ্ধে হামলার অভিযোগ। দুর্গাপুরের চার নম্বর ওয়ার্ডের ইস্পাত নগরীর নতুন পল্লী এলাকায় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। সম্প্রতি বাম যুব সংগঠনের নেতা মোহন পাশওয়ান এলাকায় অবৈধ মদ বিক্রির প্রতিবাদ করেন। তারপরেই মোহন পাশওয়ানের বাড়িতে শাসক দলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে অবৈধ মত বিক্রেতা হামলা চালায় বলে অভিযোগ। ভাতের হাড়ি, বাড়ির আসবাবপত্র সবই ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। বেশ উত্তেজনা তৈরি হয় এলাকা জুড়ে। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দেয় এলাকাবাসী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us