SIR নিয়ে ফের হুঁশিয়ারি দিলেন অজিত মাইতি

ব্লক সভাপতি থেকে বিধায়ক কেউ তাকে রক্ষা করতে পারবে না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-01 at 19.12.24

File Picture

নিজস্ব সংবাদদাতা: SIR নিয়ে কিসের এত হইচই, এটা নরমাল প্রসেস। SIR কচুর SIR, সারাজীবন ৬ নম্বর ৭ নম্বর ফ্রম হয়। এমনই বললেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। 

এদিন তিনি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “যুদ্ধকালীন পরিস্থিতিতে সব সময় বুথে থাকতে হবে বুথ সভাপতিদের। অঞ্চল সভাপতিদের প্রতিনিয়ত বুথ গুলি টাচ করতে হবে, তা না হলে কিছুতেই অঞ্চল সভাপতি থাকতে পারবে না। আমার কাছে যদি খবর আসে অঞ্চল সভাপতি বুথ গুলোতে যাইনি তাহলে সেই অঞ্চল সভাপতিকে কেউ রাখতে পারবে না, ব্লক সভাপতি থেকে বিধায়ক কেউ তাকে রক্ষা করতে পারবে না। আমি নিজের ক্ষমতার বলে তাকে সরিয়ে দেবো”। 

WhatsApp Image 2025-11-01 at 19.12.25

BLA-২ বুথ সভাপতিদের নিয়ে SIR প্রসঙ্গে ঘাটালে একটি কর্মশালায় এসে এমনই বললেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। কর্মশালায় উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া সহ একাধিক তৃণমূল নেতা।