/anm-bengali/media/media_files/2025/08/18/whatsapp-image-2025-08-18-2025-08-18-18-51-36.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভোটার তালিকায় নাম সংযুক্তি এবং বাদ দেওয়া নিয়ে অদ্ভুত দাবি তৃণমূল বিধায়ক অজিত মাইতির। SIR নিয়ে ভয় পেয়েছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। "ভোটার তালিকাতেও খেলা হবে", পালটা বললেন অজিত মাইতি। গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা অডিটোরিয়াম হলে ভোটার তালিকায় কারচুপি রুখতে তৃণমূলের বিশেষ আলোচনা সভা ছিল। উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ঘাটাল সংগঠনিক জেলার ব্লক সভাপতি ও বুথ সভাপতিরা।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অজিত মাইতি বলেন, "ভোটার তালিকা থেকে নাম বাতিলের চক্রান্ত চলছে। এলাকার কেউ ১৫ দিন বা এক মাস কাজের জন্য বাইরে থাকলে বা চিকিৎসার জন্য বাইরে থাকলে কৌশলগতভাবে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে। সিপিএম , বিজেপি ফর্ম সেভেন জমা দিয়ে তাদের নাম বাদ দেওয়াবে। ওড়িশা, ঝাড়খন্ড, বিহার, পড়শী তিন রাজ্যের মানুষ যারা নিত্যনৈমিত্তিক কাজে এই রাজ্যে এসে চলে যায়, তাদের ও তাদের পরিবারের সদস্যদের নাম বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে ঢোকানো হবে ভোটার তালিকায়"। মঞ্চের এই বক্তব্য নিয়ে অজিত মাইতিকে প্রশ্ন করলে বিষয়টি নিয়ে অজিত মাইতি বলেন, "ভোটার তালিকাতেও খেলা হবে"।
এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, "আর জি কর থেকে শুরু করে মেদিনীপুরে খেলার মাঠে রেফারিকে লাথি অনেক খেলাই তৃণমূল দেখিয়েছে। ভোটার লিস্টে ভুয়ো ভোটারদের রেখে দেওয়াটাই তৃণমূলের খেলা"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/05/voter-list-2025-08-05-12-16-11.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us