অজিত মাইতির ঘাটাল সভাপতি পদ নিয়ে নতুন সূচনা, নেতাদের ভিড় বাড়ল বাড়িতে

ঘাটাল সাংগঠনিক জেলার নতুন সভাপতি হলেন বিধায়ক অজিত মাইতি। কোন্দল এড়িয়ে দলকে একসঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন তিনি। জানুন আরও বিস্তারিত।

author-image
Debapriya Sarkar
New Update
Anm

নিজস্ব সংবাদদাতা : নতুন জেলা সভাপতি হওয়ার পর কোন্দল এড়িয়ে খোশ মেজাজে একাধিক প্রশ্নের উত্তর দিলেন বিধায়ক অজিত মাইতি। ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে বিধায়ক অজিত মাইতির বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছে দলীয় কর্মী-সমর্থকদের ঢল। নেত্রীর নির্দেশমতো সবাইকে নিয়ে একসাথে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।

publive-image

গতকাল সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন পিংলার বিধায়ক অজিত মাইতি। এর আগে এক সময় পশ্চিম মেদিনীপুর জেলা ও ঝাড়গ্রামের সংগঠন নিজে হাতে দেখাশোনা করতেন তিনি। ২০২১ সালের নির্বাচনের পর প্রায় দেড় বছরের বেশি সময় তিনি দলের কোনো দায়িত্ব পাননি। তবে জেলা পরিষদের সহসভাপতি ও বিধায়ক হিসেবেই দলের কাজে সক্রিয় ছিলেন। গতকালই আশীষ হুদাইতের জায়গায় ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অজিত মাইতি।

publive-image

নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে আসেন। অজিত মাইতি বলেন, "দল আমাকে দায়িত্ব দিয়েছে, তাই সবাইকে নিয়ে কাজ করতে হবে। অনেকের মনেই হয়তো কিছু ক্ষোভ-বিক্ষোভ থাকতে পারে, কিন্তু আমাদের সবাইকে একসাথে এগিয়ে চলতে হবে।" নতুন দায়িত্বে এসে কোন্দল এড়িয়ে শান্তিপূর্ণভাবে দলের কাজ করার প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন অজিত মাইতি এবং খোশ মেজাজে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন।