/anm-bengali/media/media_files/cd3zKFcqDkQaDiMVkwYX.jpg)
নিজস্ব সংবাদদাতা: তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও বাড়ছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই শিলিগুড়ির তাপমাত্রা ৩৫ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারির চিড়িয়াখানার পশুপাখিরা। তাদের কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থা নিলো বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।
/anm-bengali/media/post_attachments/2fc3df22b054828de65110dfcbf4dc8050709fdf4d12691d4b2097172751f2a8.jpeg)
পশু-পাখিরা যাতে গরমে কষ্ট না পায় তার জন্য সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের জোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস। পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। জল ঠান্ডা রাখার জন্য জলের মধ্যে বরফও দেওয়া হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/6772a84c9dbf2bca04a1dd90e35b0030f4b493abd9323de20b6aadfe0e34f41c.jpg)
এছাড়া তাদের খাদ্যতালিকাতেও যুক্ত হয়েছে তরমুজ, আপেল, কলা এবং পর্যাপ্ত জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এবং ভিটামিন-সি। বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে পশু-পাখিদের জন্য। সূত্রের খবর, গরমে যাতে তাদের কোনও সমস্যা না হয় সেদিকে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা। গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/f1e343b980102a8c872fd7e9ddf4a2701403804bd5b4e399c5509199fcee8ef6.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us