মন্থার প্রভাব! পিছিয়ে গেল চাষ, ক্ষতিগ্রস্ত ফসল

কৃষকদের আশঙ্কাই সত্যি হল।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-29 at 2.13.00 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর মূলত কৃষিপ্রধান এলাকা। জেলার চন্দ্রকোনা ধান ও আলু চাষের গড় হিসাবে পরিচিত।প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা থাকায় মাঠ থেকে পাকা ধান কেটে ঝেড়ে গোছ করার তৎপরতা দেখা গিয়েছিল। কিন্তু এখনও চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকার মাঠে পাকা ও কাঁচা ধান রয়ে গিয়েছে। তার মধ্যে মন্থার প্রভাবে জেলা জুড়ে শুরু হয়েছে ঝড় ও বৃষ্টি। গতকাল দুপুরের পর থেকে দফায় দফায় ভারী বৃষ্টি শুরু হওয়ায় কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। তাদের দাবি ইতিমধ্যেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে মাঠে জমিতে লুটিয়ে পড়ে গিয়েছে পাকা ও কাঁচা ধানগাছ। এর ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে ধান চাষ। তাছাড়াও পিছিয়ে যাবে আলু চাষ। চন্দ্রকোনার সীতানগর, ঢলবাঁধ, পিয়ারডাঙ্গা, ধামকুড়িয়াসহ বেশ কিছু এলাকায় মাঠে ধান তুলে পোখরাজ আলুর চাষের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টির জেরে সেই সমস্ত জমিকে পুনরায় আলু চাষের জন্য উপযোগী করে তুলতে হবে। এতেই পিছিয়ে যাবে পোখরাজ আলুর চাষ। সব মিলিয়ে চরম দুঃশ্চিন্তায় কৃষকরা।

WhatsApp Image 2025-10-29 at 2.31.15 PM