পুলিশ আমাদের গ্রেফতারির নির্দেশ পর্যন্ত দেখাতে পারেনি, বিস্ফোরক অভিযোগ নেত্রীর

বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, "পুলিশ আমাদের গ্রেফতারির নির্দেশ পর্যন্ত দেখাতে পারে না। আমাদের জোর করে গ্রেফতার করা হয়েছিল। সন্দেশখালির যেখানে ১৪৪ ধারা জারি ছিল, আমরা কোনও রকম বিক্ষোভ দেখায়নি।"

author-image
Tamalika Chakraborty
New Update
12

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি যাওয়ার পথে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে কলকাতার নিউ টাউন থানার পুলিশ আটক করেন। মুক্তি পাওয়ার পর তিনি বলেন, " আমরা পুলিশকে  আটকের নির্দেশ দেখাতে বলেছিলাম। সন্দেশখালির যেখানে ১৪৪ ধারা জারি ছিল, সেখানে আমরা কোনও প্রতিবাদ করিনি। আমাদের খাওয়ার কিছু ছিল না। আমাদের কোনও নির্দেশ ছাড়াই জোর করে গ্রেফতার করা হয়েছিল। "

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg