বিজেপির রাজ্য সভাপতি ত্রাণ বিতরণ করে বেরিয়ে যাওয়ার পর ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মহিলারা

ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
s

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিলি করে বেরিয়ে যাওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মহিলারা। প্রসঙ্গত, আজ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলগ্রাম অঞ্চলের করন্ডার খাজুরি এলাকায় বন্যা কবলিত এলাকায় স্থানীয় মানুষজনদের ত্রিপল খাওয়ার বিতরণ করেন বিজেপি নেতা। তিনি বেরিয়ে যাওয়ার পরেই এলাকায় শুরু হয় তুমুল উত্তেজনা।  

সূত্র মারফত জানা গিয়েছে যে, বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ যে, ' অনেকগুলো গাড়ি নিয়ে এলাকায় পৌঁছে তারা। কিন্তু মাত্র ৫০টি ত্রাণ নিয়ে মুখ দেখাতে এসেছে। শুধুমাত্র টোকন করে বিজেপি কর্মীদের বেছে বেছে ত্রাণ দেওয়া হয়েছে। ' 

এ বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, '' ত্রাণ নিয়ে কোনো রাজনীতি নয়। বন্যা পরিস্থিতির পর থেকেই আমরা গত ১৫ দিন ধরে মানুষের পাশে আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবাই বন্যা দুর্গতদের পাশে আছি। একদিন এসে ঘুরে চলে গেলে হবে ? তবে ত্রাণ নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। ওনারা মানুষের পাশে নেই। তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। '' 

এই ঘটনায় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, '' এলাকায় যেভাবে ক্ষতি হয়েছে তা বিজেপির একার পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবে আমরা মানুষের পাশে আছি ৷ এলাকাবাসী বুঝতে পারেনি ওটা কার গাড়ী, বিজেপি না তৃণমূল। তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর গাড়ী ভেবেই ক্ষোভ দেখিয়েছে। ''