অ্যাডমিট কার্ডের একটি ভুলেই হাতছাড়া পুলিশের চাকরি?

ভুল অ্যাডমিট কার্ডের কারণে রাজ্য পুলিশের পরীক্ষায় বসতে পারলেন না নৈহাটির এক ছাত্রী। কোন্নগরের পরীক্ষা কেন্দ্র থেকে ফিরতে হল হতাশ হয়ে।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-11-30 at 9.30.42 PM


নিজস্ব সংবাদদাতা: কোননগরে নবগ্রাম বিদ্যাপীঠ হাই স্কুলে রাজ্য পুলিশের পরীক্ষায় মোট ৩৫২ জন পরীক্ষার্থী বসেছিলেন। ওই পরীক্ষার্থীদের মধ্যেই ছিলেন নৈহাটির বাসিন্দা রিচা কুমারী ঝা। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তিনি দেখেন, তাঁর অ্যাডমিট কার্ডে লিঙ্গের জায়গায় নারীর বদলে ‘পুরুষ’ লেখা রয়েছে। অভিযোগ, এই ভুলের কারণেই তাঁকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। রিচার দাবি, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার দিনই তিনি এই ভুল চোখে পড়ার পর ই-মেল করেছিলেন সংশ্লিষ্ট দপ্তরে। কিন্তু সেই মেলের কোনও উত্তর তিনি পাননি। শেষ পর্যন্ত পরীক্ষায় বসার সুযোগ না পেয়ে হতাশ হয়েই তাঁকে বাড়ি ফিরে যেতে হয়। ঘটনাটি ঘিরে পরীক্ষার্থী ও তাঁর পরিবারের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়েছে।