মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও ঘাটালে

ঘাটালে আদিবাসী বিক্ষোভ।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-07-04 at 11.49.09 AM

ADIVASI

নিজস্ব সংবাদদাতা - আজ মহকুমা শাসক কার্যালয়ের প্রধানসহ, সমস্ত গেটগুলিতে তালা দিয়ে এক ঘেরাও বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন করলো,আদিবাসী সংগঠন ভারত ডাকাত মাঝি পরগনা মহল ঘাটাল তল্লাট। এই ক্ষেত্রে, মিছিল করে আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা শাসক কার্যালয় ঘেরাও করে, এই বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে তারা। বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলির ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, ''আদিবাসী স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ ও আবাস যোজনা প্রকল্প থেকে আদিবাসীদের বঞ্চিত করা, আদিবাসীদের পাট্টার দাবি সহ, একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ ডেপুটেশন।''

WhatsApp Image 2025-07-04 at 11.48.53 AM
PROTEST