ট্রাম্প খেয়ালী প্রেসিডেন্ট,ভারত সরকারকেই জবাব দিতে হবে ! ফের কেন্দ্রকে একহাত নিলেন অধীর

কি বললেন অধীর রঞ্জন চৌধুরী ?

author-image
Debjit Biswas
New Update
adhir

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন যে তিনি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবেন। আর এবার ট্রাম্পের এই দাবি প্রেক্ষিতে কেন্দ্র সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন,''ট্রাম্পের এই বক্তব্যের জন্য কেন্দ্র সরকারকে জবাবদিহি করতে হবে। ট্রাম্প আমেরিকার একজন খেয়ালী (lunatic) প্রেসিডেন্ট। আমরা আমাদের দেশের কৌশলগত স্বায়ত্তশাসনকে (strategic autonomy) বিপন্ন করতে পারি না।"

donald Trump

এরপর তিনি বলেন,''রাশিয়া আমাদের সস্তায় তেল সরবরাহ করছে। কিন্তু তবুও আমরা এর সুবিধা আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছি। এটা স্পষ্টভাবেই ভারত সরকারের দ্বিমুখী নীতি (double standards)-কে তুলে ধরছে।"