কংগ্রেসের অবস্থান স্পষ্ট করলেন অধীর

পাটনায় বিরোধী জোট নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।পাটনায় প্রথম বিরোধী জোটের বৈঠক হতে চলেছে ১২ই জুন। সেই বৈঠকে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Pallabi Sanyal
New Update
adhir

নিজস্ব সংবাদদাতা : পাটনায় বিরোধী জোটের যে বৈঠকের ডাক দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাতে কংগ্রেসের অংশগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস বৈঠকে অংশ নেবে বলেই জানিয়েছেন তিনি। তবে, তৃণমূল-কংগ্রেস এক বৈঠকে পাশাপাশি থাকলেও তৃণমূলকে নিয়ে কংগ্রেসের অবস্থান যে বদলাবে না সে বিষয়টিও খোলসা করে জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বৈঠকে অংশ নিলেও বাংলায়  দুর্নীতির প্রতিবাদে শাসকদলের বিরুদ্ধে যে লড়াই চলছে তা জারি থাকবে বলে স্পষ্ট জানিয়ে দেন বহরমপুরের কংগ্রেস নেতা।